নীলফামারীর সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় আন্ত:ক্লাস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) কলেজের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত ওই বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোখলেছুর রহমান। সভাপতিত্ব করেন করেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ। বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী শিক্ষক বিলকিস বানু, সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল হক।
‘দুর্নীতিই উন্নয়নের অন্তরায়’ শীর্ষক ওই বিতর্ক প্রতিযোগিতাটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক রেজা মাহমুদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী শিক্ষক সেলিম সরকার, কৃষিবিদ লোকমান হাকিমসহ অন্যন্য শিক্ষকন্ডলী।
প্রতিযোগিতায় ৬ টি দল অংশগ্রহন করে। এদের মধ্যে ৯ম বিজ্ঞান শাখার সামিরা তানজিবা দিনার দল ১ম স্থান অধিকার করেন। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন একই শাখার সানজিদা আক্তার শোভা। পরে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন।
Leave a Reply