রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হামজার পাড়া জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসার আরবী অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, নূরানী কায়দা কিতাব বিতরণ ও দোয়া মাহফিল ২২ নভেম্বর আলহাজ্ব এ.কে.এম ফরিদ আহমেদের সভাপতিত্বে ও মহিউদ্দীন লিংকনের সঞ্চালনায় হামজার পাড়া জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন হামজার পাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব আবদুল মাবুদ, পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল কায়ুম, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি সাংবাদিক এম. রমজান আলী, পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন জনি, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ আবু ফয়েজ, হাফেজ মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ আজাদ।
সভায় ফোরকানিয়া মাদ্রাসায় আরবী অধ্যায়রত শতাধিক সকল শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরান শরীফ ও নূরানী কায়দা কিতাব বিতরণ করা হয়। সভা শেষে দেশ ও জাতির সুখ, শান্তি, ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য দৈনিক ভোরের কাগজ ও সাপ্তাহিক স্লোগান পত্রিকার রাউজান প্রতিনিধি সাংবাদিক এম রমজান আলী ও ফাতেমা ইয়াছমিন দম্পত্তির একমাত্র পুত্র সন্তান রাওনাফ বিন আলী (আরাফ) এর ২য় জন্ম বার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী এই আয়োজন করেন সাংবাদিক রমজান আলী। পুত্রের উজ্জল ভবিষ্যত কামনা করে জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছন।
Leave a Reply