কেনিয়ায় ভূমিধসে ৩৭ জন নিহত

কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়েস্ট পোকোট জেলায় শুক্রবার রাতে প্রবল বৃষ্টিপাতের পরে ভূমিধসে ৩৭ জন প্রাণ হারিয়েছে। শনিবার কেনিয়া কর্তৃপক্ষ একথা জানায়।

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এক শোক বার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিখোঁজ সকল লোক খুঁজে বের করার এবং এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন ।

কেনিয়ার ইনটেরিয়র এন্ড কোঅর্ডিনেশন বিষয়ক কেবিনেট সেক্রেটারি ফ্রিড ম্যাটেঙ্গি বলেছেন,ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্ত গ্রামটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, উদ্ধার কার্যক্রম জোরদারে ঘটনাস্থলে সেনা সদস্য এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *