নেই কোনো গডফাদার। নেই মাথায় কোনো বিশেষ মানুষের হাত। স্টার কিড না হয়ে নিজের দক্ষতায় বলিউডে পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন তাপসী পান্নু। ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গিয়েছেন দর্শককে।
শুধু হিট সিনেমা নয়, ভিন্ন ধারার সিনেমা করে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। একাধিক সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু।
সম্প্রতি তাপসী তার পরবর্তী নতুন সিনেমা ‘মিশন ইম্পসিবল’ দিয়ে প্রমাণ করলেন বড় কোনো চরিত্রে অভিনয় করার থেকে তার কাছে বরং চরিত্র গুরুত্বপূর্ণ। সিনেমাটিতে তিনটি অল্প বয়সী ছেলে রঘুপতি, রাঘব ও রাজা রামের জীবন অনুসরণ করেন।
একজন পুলিশের ভূমিকায় অভিনয় করছেন তাপসী। ‘মিশন ইম্পসিবল’ সিনেমাটিতে ছোট একটি চরিত্রে দেখা যাবে তাপসীকে। ভারতীয় সংবাদমাধ্যমকে তাপসী বলেন, এটিকে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর প্রতিদান হিসেবে দেখছেন, যেখানে তিনি তার প্রথম ক্যারিয়ার শুরু করেছিলেন।
তার মতে, এটি এমন একটি চলচ্চিত্র, যার দিকে পরবর্তী সময়ে ফিরে তাকালে তিনি গর্বিত হবেন। তিনি বলেন, ‘আমি জানি, আমি যখনই আমার ফিল্মোগ্রাফি দেখব, তখনই আমি গর্বিত হব।’ পহেলা এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
সিনেমাটির মুক্তির তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাপসী সোশ্যাল মিডিয়ায় লেখেন: ‘এমন কিছু ফিল্ম আছে, যেগুলো একজন অভিনেত্রীর ক্যারিয়ারের ভালো পদক্ষেপ হিসেবে কাজ করে। আবার কিছু ফিল্ম আছে, যেগুলো কৃতজ্ঞতার খাতিরেই বেছে নেওয়া হয়, যার বদৌলতে বর্তমানে সিনেমা বাছাই করার, বেছে নেওয়ার মতো ক্ষমতা আছে। ‘মিশন ইম্পসিবল’ অবশ্যই তেমনই একটি সিনেমা।’
এর আগে ভারতীয় এক গণমাধ্যমকে তাপসী জানান, ক্যারিয়ারের শুরু থেকেই তার সঙ্গে স্টার কিডদের তুলনা টানা হতো। বিভিন্ন প্রযোজক-পরিচালক তার সঙ্গে স্টার কিডদের তুলনা করতেন। শুধু তাই নয়, কোনো তারকার সন্তান না হওয়ায় বেশ কিছু সিনেমা হাতছাড়াও হয়েছে ক্যারিয়ারের শুরুতে।
পরবর্তী সময়ে জেদ তৈরি হয় তার মধ্যে, সিদ্ধান্ত নেন এমন কাজ করবেন, যাতে স্টার কিড না হওয়া সত্ত্বেও পরিচালক-প্রযোজকরা তার সঙ্গে বারবার কাজ করতে চাইবেন। আর নিঃসন্দেহে তেমনটাই করতে পেরেছেন তাপসী পান্নু।
এন-কে
Leave a Reply