পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় রাজধানীর মোহাম্মদপুরে রিচ ডেভেলপারস ও বাবা-মা ডেভেলপারস এন্ড কনস্ট্রাকশন কোম্পানির পক্ষ থেকে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার সকালে কোম্পানির চেয়ারম্যান হাজী আক্কাস আলীর নিজ অর্থায়নে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, লবন, চিনি,তেল,ছোলাবুট, মসুরির ডাল।
বিতরণকালে হাজী আক্কাস আলীর পক্ষে উপস্থিত ছিলেন, মেয়ে কাজী রোকেয়া আক্তার মালা। ছোট ছেলে মিজানুর রহমান লিটন। এসময় তারা অসুস্থ পিতা এবং মৃত বড়ভাই সাজুর জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, প্রতিবছর রমজান মাসে কয়েক ধাপে অসংখ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করে থাকে। এছাড়াও নগদ অর্থ দিয়ে বিভিন্নভাবে মানুষদের সহযোগিতা করে থাকেন।
Leave a Reply