নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলে মা- ছেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও নয় জন।

আজ বুধবার, ৬ এপ্রিল দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঘটনাটি ঘটে।

সদর থানার ওসি হামিদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন

নিহতরা হলেন, টাংগাইলের নাগরপুর উপজেলার চিন্তিতপুর গ্রামের হাফিজুর রহমান (৩০) ও তার মা হাসনা বেগম (৫৫)। নিহত অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাগরপুর থকে ‘নিউ ভিলেজ’ লাইন পরিবহনের মিনিবাস ঢাকায় যাচ্ছিল। ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয় বাসটি। ঘটনাস্থলেই মারা যান মা ও ছেলে। হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি বলেন, দুর্ঘটনার পর চালক ও হেলপার পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *