আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাঙ্গু নদীর তৈলার দ্বীপ সেতুর নিচে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের একটি ড্রেজার ও একটি স্কেভেটার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৪ নবেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ওই সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিরা খননযন্ত্র রেখে পালিয়ে যান।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি স্কেভেটার জব্দ করা হয়।
তবে অভিযানের খবর পেয়ে এ কাজে জড়িত ব্যক্তিরা খননযন্ত্র রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
Leave a Reply