বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আবদুল মালেক (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
আজ ৭ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার ঘুমধুমের সীমান্ত গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার আবদুল মালেক ঘুমধুম পশ্চিম পাড়ার আবদুস সালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা বলেন, আজ বৃহস্পতিবার সকালে ঘুমধুমের সীমান্ত গ্রামের ব্যবসায়ী আবদুল মালেকের বাড়িতে অভিযান চালায় র্যাব–১৫ এর সদস্যরা। এ সময় খাটের নিচে লুকিয়ে থাকা ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আবদুল মালেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এন-কে
Leave a Reply