নোয়াখালীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বজরা মেডিকেল এলাকায় ট্রেনের ধাক্কায় আবদুস সাত্তার (৭০) নামের এক বৃদ্ধব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ‘নোয়াখালী এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় নিহত হন তিনি। নিহত আবদুস সাত্তার সোনাইমুড়ী উপজেলার মাছিমপুর গ্রামের দাইয়া মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লা থেকে ছেড়ে আসে লোকাল ট্রেন ‘নোয়াখালী এক্সপ্রেস’। ট্রেনটি সোনাইমুড়ী স্টেশন ছেড়ে আসার সময় বজরা মেডিকেল এলাকায় পৌঁছালে এক ব্যক্তিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন আবদুস সাত্তার।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌমুহনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নওফেল বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেন আসার সময় রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় আবদুস সাত্তার নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *