মাইক্রোবাসের হুট কভারেই মিলল সোয়া কোটি টাকার ইয়াবা,গ্রেফতার ২

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাইপাস বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার ৪শ ৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব। প্রশাসনের চোখ ফাঁকি দিতে মাইক্রোবাসের পেছনের হুট কভারে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবাগুলো পাচার করছিলো ইয়াবা কারবারিরা। 

আজ রবিবার দুপুর পৌণে ২টার সময় এমন একটা সংবাদ পেয়ে ওই এলাকার খাজা কালুশাহ হোটেল এর সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় দুই ইয়াবাকারবারিকে গ্রেফতার করে র‌্যাব। জব্দ করা হয় ইয়াবা পরিবহণে ব্যবহৃত মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ- ৫১-৯০০৮)।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া পালংখালী মাবুদ মেম্বার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. জিসান (২৯) ও একই এলাকার বুলুর বাড়ির শামসুল আলমের ছেলে মো. জুনায়েদ (২০)।

র‌্যাবের সহকারী পরিচালক মিডিয়া মো. মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, গ্রেফতার দুজনই দীর্ঘদিন ধরে ইয়াবার কারবারে জড়িত। তারা কক্সবাজারের মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে কম মূল্যে ইয়াবা সংগ্রহ করে তা মাইক্রোবাসের মাধ্যমে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে।

গোপন সূত্রে খবর পেয়ে ইয়াবা ও ইয়াবা পরিবহণে ব্যবহৃত মাইক্রোবাসসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার টাকা বলে জানিয়ে এসব ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে বললেন র‌্যাবের এ কর্মকর্তা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *