রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে বাড়ির নির্মাণাধীন পাকা ঘরের জন্য বালি নিয়ে আসা টমটম গাড়ীর উপর উঠে পড়ে শহীদুল ইসলাম রাফি (১৪) সহ সমবয়সী কিছু ছেলে। এ সময় টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়ি থেকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন স্কুল ছাত্র রাফি। মারাত্মক আহতাবস্থায় রাফিকে উদ্ধার করে রাউজানের নোয়াপাড়া পথেরহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় রাফির স্বজনদের বুকফাঁটা আর্তনাদে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতাড়না হয়। খেলার ছলে এভাবে শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়।
৮ এপ্রিল (শুক্রবার) বিকেল সাড়ে ৫ টার দিকে
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নে।
নিহত স্কুল ছাত্র শহীদুল ইসলাম রাফি এলাকার পালোয়ান পাড়া গ্রামের মোহাম্মদ রফিকের পুত্র।সে দক্ষিণ নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। পরিবারে ২ ভাইয়ের মধ্যে রাফি বড় সন্তান।
নিহত রাফির চাচা মুহাম্মদ আবু তাহের জানান, শুক্রবার বিকেলে নির্মাণাধীন ঘরের জন্য টমটম গাড়ীযোগে বালি আসে। বালি খালাস করে টমটম গাড়ীটি চলে যাওয়ার সময় সমবয়সী কিছু শিশুসহ রাফি গাড়ীতে উঠে পড়ে। চলন্তাবস্থায় গাড়ীটি গ্রামের সিকদার বাড়ির সামনে উল্টে গেলে রাফি গাড়ি থেকে পড়ে যায়। সেখান থেকে তাকে আমরা নোয়াপাড়া পথেরহাটে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শুক্রবার রাত ১১টায় স্থানীয় মসজিদে নামাজে জানাযা শেষে রাফিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply