রাজধানীতে রাউজানের শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরীতে ভূমিকা রাখবে ছাত্র ঐক্য পরিষদ-ফজলে করিম

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : “চট্টগ্রামের প্রাচীন উপজেলা রাউজান আজ সবদিকে এগিয়ে যাচ্ছে। রাউজানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করছে।

রাজধানী ঢাকায় অবস্থানরত রাউজানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত রাউজান ছাত্র ঐক্য পরিষদ ঢাকা’র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

তিনি আরো বলেন, আপনারা যারা বর্তমানে রাজধানী ঢাকায় অবস্থান করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা অর্জন করছেন তাদের উপর আমাদের প্রত্যাশা সবসময় বেশী থাকে। আমি মনে করি, রাজধানীতে রাউজানের শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরীতে ভূমিকা রাখবে ছাত্র ঐক্য পরিষদ।”

২৪ নভেম্বর রবিবার সন্ধ্যায় ঢাকার বনানীর ১৭ নং রোডে অবস্থিত নর্ডিক হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক প্রসেঞ্জিত বিশ্বাস মুন্না।

মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক ফারাজ করিম চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পরিচালক এইচ.এম. হোসাইন, জে.এস.এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস.এম হাসান জাবেদ, বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন এর সদস্য সুমন দে, সহকারী এটর্নি জেনারেল সিদ্দিক সাইফ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ স্কুল বিষয়ক সম্পাদক সৈয়্যদ আরাফাত।

বক্তব্য রাখেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শওকত হোসেন, রাউজান উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মোঃ নাসের, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাইদ আল নাহিয়ান, প্রসেঞ্জিত বিশ্বাস মুন্না, ইমতিয়াজ জামাল নকিব, আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ সাজ্জাদ, সানজির মাহমুদ, অনিক ভট্টাচার্য, মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ মিরাজ, সৈয়্যদ মুহাম্মদ নুরাইন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *