সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত হওয়ার ৭ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও!

কাপ্তাই উপজেলার রাইখালী ফেরীঘাটে বালুবাহী ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহতের সাত ঘণ্টা পর মারা গেলেন আহত স্বামী মাখন দাস (৬২)।

রোববার (১০ এপ্রিল) রাত ১১ টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বিকেল ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে তার স্ত্রী পারুল দাশ (৫০)। এসময় গুরুতর আহত হন মাখন দাসও। তারা চট্টগ্রাম মহানগরের পাথরঘাটা এলাকার কালীবাড়ি রোডের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকায় বালুবাহী একটি ট্রাক ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজি ও দুটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় সিএনজিতে থাকা পারুল দাস ও মাখন দাস গুরুতর আহত হন। পরে তাদের চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে পারুল দাস মারা যান। আহত মাখনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহত পারুল দাশ এর ভাই দীলিপ দাশ বাদী হয়ে গত রবিবার রাতে চন্দ্রঘোনা থানায় অজ্ঞাত চালককে আসামী করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *