ফটিকছড়ি প্রতিনিধিঃ নাজিরহাট পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হারুনকে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তার করছে পুলিশ। রোববার রাতে (১০ এপ্রিল) ভুজপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তিনটি চেক প্রতারণায় মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করে।
চেক প্রতারণায় তিন মামলায় হারুনের বিরুদ্ধে প্রত্যেকটি এক বছর করে তিন বছরের সাজা হয়েছে আদালতে। এরপরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াতেন। তিনি নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও একই এলাকার মৃত ছৈয়দুর হকের পুত্র।
বিষটি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হারুনকে তিনটি চেক প্রতারণার মামলার গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।’
Leave a Reply