২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর হালিশহর থানা ঈদগাঁহ এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মিনিট্রাকটি জব্দ করা হয়।
রবিবার সন্ধ্যা পৌণে ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়াবা কারবারির নাম মো. গালমান (৩০)। তিনি শরিয়তপুর জেলার ডামুডা চর ভেয়ারার মৃত জয়নাল মাহব্বরের ছেলে।
নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ সালমানকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় ইয়াবা পরিবহণে ব্যবহৃত মিনি ট্রাকটি। তার বিরুদ্ধে হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply