পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ি নাজিম ২ সহযোগীসহ গ্রেফতার

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশের তালিকাভুক্ত ও রেয়াজউদ্দিন বাজারের শীর্ষ ইয়াবা ব্যবসায়ি মো. নাজিম উদ্দিন (২৮) কে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রবিবার রাত সাড়ে ৯টার সময় নগরীর জুবিলী রোডস্থ তিন পুলের মাথা গোলাম রসুল মার্কেটের মর্ডান প্লাস্টিক হাউসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার নাজিম কর্ণফুলি উপজেলার চরলক্ষ্যা দক্ষিণ কুল এলাকার মৃত বাবুল ইসলামের ছেলে। এছাড়া নাজিমের দুই সহযোগী হলেন সাতকানিয়া উপজেলার কাঞ্চনা পন্ডিত বাড়ির মো. জাকারিয়ার ছেলে ইমরানুল হক প্রকাশ নয়ন (২৮) ও লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মজিদের পাড়ার আবুল হোসেনের ছেলে মো. জাহেদুল ইসলাম (১৯)।

পুলিশ জানায়, রেয়াজউদ্দিন বাজারে শীর্ষ ইয়াবা ব্যবসায়ি নাজিমসহ কয়েকজন ইয়াবা কারবারি ইয়াবা বিক্রির উদ্দ্যেশে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় এক ইয়াবা কারবারি পালিয়ে গেলেও শীর্ষ ইয়াবা ব্যবসায়ি নাজিমকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়। অভিযানে নাজিমের পকেট থেকে ১২০, জাহেদের পকেট থেকে ১০০ এবং নয়নের পকেট তল্লাশী করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে নাজিম কোতোয়ালি থানা পুলিশের তালিকাভুক্ত ও রেয়াজউদ্দিন বাজারের শীর্ষ ইয়াবা ব্যবসায়ি। তার বিরুদ্ধে জেলার লোহাগাড়া থানায় ১টি এবং কোতোয়ালি থানায় ৮টি মাদক আইনে মামলা রয়েছে।

গ্রেফতার নাজিম ও তার ২ সহযোগীর বিরুদ্ধে নতুন করে মাদক আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করার কথা জানিয়ে গ্রেফতারকৃতদের সাথে ইয়াবা কারবারে যুক্ত মো. তৌহিদুল ইসলাম (২৯)কে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে বলেন ওসি মহসিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *