চট্টগ্রামের হাটহাজারীতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মোতাহের আলী এই রায় দেন।
২৪ ঘন্টা ডট নিউজকে তথ্যটি নিশ্চিত করেন মামলায় বাদী পক্ষের আইনজীবি এম এ নাসের। তিনি বলেন, ধর্ষিত গৃহবধূসহ ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় তিনজনকে যাবজ্জীবন সাজা দিয়েছে। তাছাড়া প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত আসামীরা হলেন, মৃত আব্দুল শুক্কুরের ছেলে মো. সোহেল (৩২), মৃত আজিজুল হকের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (২৮) ও মৃত তোফায়েল আহম্মেদের ছেলে ফয়েজ আহমদ (৩০)। তারা প্রত্যেকে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৭ মে রাতে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের একটি বাড়িতে দলবেঁধে প্রবেশ করে একদল যুবক। এসময় তাদের কাছে থাকা অস্ত্রের মুখে সন্তানদের জিম্মি করে এক গৃহবধুকে গণধর্ষণ করে যুবকরা।
পরে এ ঘটনায় হাটহাজারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ধর্ষিত গৃহবধূর স্বামী। মামলার পর থেকে বিভিন্ন স্থানে অবিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত সোহেল, ফয়েজ ও মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে গ্রেফতার সোহেল ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
২০১৭ সালের ১৭ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে গত বছরের ৪ অক্টোবর অভিযোগ গঠন করে আদালত।
Leave a Reply