ফটিকছড়িতে আদালত ভবনে বিচারকের কম্পিউটার চুরি

ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়ি আদালত ভবণে বিচারকের অফিস থেকে কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ফটিকছড়ি থানায়।

জানা গেছে, ফটিকছড়ি আদালত ভবনের বিচারক মোহাম্মদ মেজবা উদ্দিনের কক্ষ থেকে থেকে কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কম্পিউটারের মনিটর ছাড়া কন্ট্রোল পাওয়ার ইউনিট বা সিপিইউ খুলে নিয়ে যায়। এ সিপিইউতে আদালতের মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি রয়েছে। পুলিশের ধারণা, চোরের দল নথ ধ্বংস করতে এ কাজ করেছে। কয়েকদিন আগেই সিপিইউটি চুরি হয়েছিল। তবে, ঘটনায় আদালত ভবনে কাজ করেন এমন লোক জড়িত থাকতে পারে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

বুধবার (২০ এপ্রিল) ফটিকছড়ি আদালতের কর্মকর্তা (নাজের) ছৈয়দ কুদরত এ খোদা বাদি হয়ে ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুম ইবনে আনোয়ার বলেন, আদালত ভবনে জজের কম্পিউটারের মুল অংশ সিপিইউটি মিসিং হয়েছে। থানায় একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে গভিরভাবে তদন্ত করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *