দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকায় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল (৩৬)। তিনি কাশিয়াইশ ইউপির চেয়ারম্যান আবুল কাশেমের ছোটভাই।
আহত ব্যক্তিরা হলেন—সাদ্দাম হোসেন (৩০), মো. সাজ্জাদ (২০) ও জয়নাল আবেদীন (৩৪)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে বুধপুরা বাজার জামে মসজিদে তারাবির নামাজ শেষে চেয়ারম্যান আবুল কাশেমের সঙ্গে স্থানীয় শরিফের বাগ্বিতণ্ডা হয়। এরপর সোহেল গিয়ে প্রতিবাদ করায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। ওই সময় শরিফকে রক্ষা করতে যাওয়া আরও কয়েক জনকে ছুরিকাঘাত করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘শরিফ নামের এক ব্যক্তি ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোটভাই সোহেলসহ কয়েক জনকে ছুরিকাঘাত করেছেন। পরে আহত ব্যক্তিদের চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।’
এ ছাড়া এ হতাহতের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।
এন-কে
Leave a Reply