আর্চার যখন ব্যাট হাতে ইংল্যান্ডের হয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করছেন, তখন তার সাথে বর্ণবাদী আচরণ করেছিলেন ইংল্যান্ডের কোনো এক দর্শক। ব্যাপারটি স্বভাবতই মেনে নিতে কষ্ট হয়েছে আর্চারের। হতাশা প্রকাশ করে তাই টুইট করেছিলেন ইংলিশ পেসার।
ব্যাপারটি দৃষ্টি এড়ায়নি ইংলিশদের আতিথেয়তা দেওয়া নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেড)। তারা তাই দুঃখ প্রকাশ করেছে আর্চারের কাছে।
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড পেয়েছে বড় জয়। ম্যাচের শেষ দিন আর্চার প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, তবে সফল হননি। এ সময় একজন দর্শক তার সাথে বর্ণবাদী আচরণ করেন কটূক্তির মাধ্যমে।
টুইট বার্তায় আর্চার উল্লেখ করেন, ‘যখন দলকে বাঁচানোর চেষ্টা করছিলাম, তখন একজনের বর্ণবাদী মন্তব্য জ্বালাতন করছিল। পুরো সপ্তাহজুড়ে দর্শকরা দারুণ ছিল, শুধু ঐ লোকটা ছাড়া।’
আর্চারের এই টুইটের পর নড়েচড়ে বসে নিউজিল্যান্ড ক্রিকেট। আর্চারের কাছে দুঃখ প্রকাশ করে নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানায়, ‘আমরা বিষয়টি দেখব। আর্চারের কাছে দুঃখপ্রকাশ করছি। অপ্রত্যাশিত এই ঘটনার পর কাল আর্চারের সাথে নিউজিল্যান্ড ক্রিকেট দেখা করবে। দুই দল হ্যামিল্টনে পরের টেস্টে যখন মুখোমুখি হবে, তখন আমরা বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সতর্ক থাকব। নিউজিল্যান্ড ক্রিকেট কখনোই এমন কর্মকাণ্ডকে সমর্থন করে না।’
Leave a Reply