পেট্রল পাম্প ও ট্যাংকলরি ধর্মঘট ১ ডিসেম্বর থেকে

তিন বিভাগে আগামী ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটির নেতারা জানিয়েছেন, তাদের পক্ষ থেকে দেয়া ১৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে এই কর্মসূচি চলবে।

মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেয়া হয়েছে।

পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. মিজানুর রহমান রতন বলেন, জ্বালানি মন্ত্রণালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দফা দাবির বিষয়ে জানানো হয়েছে। সেগুলো নিয়ে বারবার আলোচনা হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। কোন আশ্বাসও পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে কর্মসূচি ঘোষণা করছি। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আমাদের দাবি আদায় না হলে ১ ডিসেম্বর থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে জ্বালানি তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য এমএ মোমিন দুলাল, বিভাগীয় কমিটির সদস্য এবিএম সিদ্দিক, খোরশেদ আলম লিটন, উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আজিজুর রহমান ও সাংগাঠনিক সম্পাদক আজমত উল্লাহ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *