এক দশকের শোবিজ ক্যারিয়ারে সফলতা যেমন পেয়েছেন একইভাবে তাকে নিয়ে বিতর্কেরও যেন কোনও শেষ নেই! তবুও টিভি নাটক ও বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ সারিকা সাবরিন।
তবে মাঝেমধ্যেই নির্মাতা প্রতিষ্ঠান কিংবা সারিকার ঘনিষ্টজনদের কাছে শোনা যায়- ফোনে পাওয়া যায় না তাকে, শিডিউল দেয়ার পরও পরিচালকরা সময় মতো সেটে পান না, হরহামেশাই ডুব মারেন, কোথায় যান কী করেন কেউ জানেন না। এসব ঘটনায় এর আগে বহুবারই তার ওপর ভরসা হারিয়েছেন পরিচালক-প্রযোজকরা।
যদিও দেরিতে হলেও নিজের ‘ভুল’ বুঝতে পেরেছেন সারিকা। তার দায়িত্বহীন আচরণের জন্য সবার কাছে ক্ষমাও চেয়েছেন। উপলব্ধি করেছেন নিজের ভুলগুলো। এবার সব ভুলের অবসান ঘটিয়ে নতুন করে দায়িত্ব নিয়ে কাজে ফিরতে চান এই অভিনেত্রী।
শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’-এ অতিথি হয়ে এসেছিলেন সারিকা। সেখানেই বললেন, গতানুগতিক কাজে নিজেকে ভাসিয়ে দিতে চাননা তবে এখন থেকে নিয়মিত কাজ করে যাবেন।
সারিকা বললেন, কাজে নিয়মিত হয়েছি। ২০১৬ সালে ব্যাক করার পর অকেশনালি কাজ করা হতো। কারণ সেসময় আমার মেয়ে ছোট ছিলো। কিন্তু এখন মোটামুটি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। গত রোজার ঈদ থেকে একেবারে নিয়মিত কাজ করছি।
Leave a Reply