সীতাকুণ্ড পৌরসদরে সড়কের কাজে নিন্মমানের ইট ব্যবহারের অভিযোগ

সীতাকুণ্ড প্রতিনিধিঃ এডিবির অর্থায়নে নগর উন্নয়ন প্রকল্পের অধীনে সীতাকুণ্ড উপজেলার পৌরসভাধীন সীতাকুন্ড ডিগ্রী কলেজ রোডের পূর্বাংশে মহাদেবপুরের প্রেমতলা এলাকায় ১ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজে নিন্মমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ পৌরসভার প্রকৌশলী নুর নবীর যোগসাজশে ঠিকাদার দুই নাম্বার ইট ব্যবহার করছেন। এ কাজের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৭ লাখ টাকা।

পৌরসভা সূত্রে জানা যায়, এডিবির অর্থায়নে নগর উন্নয়ন প্রকল্পের আওতায় কলেজ রোড নামক সড়ক উন্নয়নে দুটি প্যাকেজে কাজের দরপত্র আহবান করা হয়। পশ্চিমাংশে কলেজ রোডের মাথা থেকে ডিগ্রী কলেজের পশ্চিমাংশের বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকা। আরেকটি অংশে কলেজের পূর্বপাশ থেকে শুরু হয়ে পাহাড়ের পাদদেশে অবস্থিত দুই নাম্বার পোল নামক স্থানের বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৭ লাখ টাকা। এই অংশের কাজের ইজারা পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ কাজে দুই নাম্বার ইট ব্যবহার হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

তারা বলেন, প্রভাবশালী ঠিকাদার ও পৌর প্রকৌশলীর যোগ-সাজশ থাকায় কাজের মান নিয়ে কেউ উচ্চবাচ্য করছেননা। সরেজমিনে দেখা যায়, মহাদেবপুর এলাকায় অবস্থিত ‘কলেজ রোড’ সড়কের দুইপাশে এডিবির অর্থায়নে উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সালাউদ্দিন নামের এক মাঝির তত্বাবধানে কয়েকজন মিস্ত্রি নিন্মমানের ইট দিয়ে গাথুঁনির কাজ করছেন।

জানতে চাইলে সালাউদ্দিন মাঝি দুই নাম্বার ইটের কথা স্বীকার করে বলেন, ‘ঠিকাদার যা পাঠান তা দিয়েই কাজ করতে হয়। দুই ট্রাক দুই নাম্বার ইট পাঠিয়েছেন ঠিকাদার।’

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বলেন, একটি ইটও যদি নিন্মমানের ব্যবহার হয়ে থাকে সেটা অপসারন করা হবে। এছাড়া কাজে ত্রুটি থাকলে এ কাজের বিল আটকে দেওয়া হবে।

এদিকে অভিযোগ উঠায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন পৌর মেয়র।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *