কোম্পানীগঞ্জ কলাবাড়ী সড়কের বেহাল দশা বাড়াচ্ছে ভোগান্তি

শহীদুর রহমান জুয়েল : সংস্কারের অভাবে বেহাল কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী গুরুত্বপূর্ণ রাস্তাটি। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ হতে শাহ আরপিন এবং ভোলাগঞ্জ হতে দয়ার বাজার দীর্ঘ ৭ কিলোমিটার রাস্তাটির চরম বেহাল দশা। খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হরহামেশাই ঘটছে ছোটখাট দুর্ঘটনা।

কলাবাড়ী সড়কে রয়েছে- কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,কলাবাড়ী হাই স্কুল,কলাবাড়ী মহিলা মাদ্রাসা,মহজুলউল্লুম কলাবাড়ী মাদ্রাসা এতিমখানা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামপঞ্চায়েত কার্যালয় সহ আর অনেক স্কুল মাদ্রাসা।

গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে অংসখ্য খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যাতায়াত করাই দুষ্কর এই রাস্তা দিয়ে কয়েক লাখ মানুষ যাতায়াত করেন। চলে অংসখ্য ট্রেকার, বাস ও মিনিবাস।

একজন স্থায়ী বাসিন্দা জানান,কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ীদের কাছে এই রাস্তায় যাতায়াতকারী সকল মানুষ জিম্মি হয়ে আছে।তারা ব্যবসায়িক গাড়ি চালাবে ভালো কথা এজন্য তারা বিকল্প রাস্তা বানাতে পারত অথবা যাত্রী পরিবহনের জন্য আলাদা রাস্তা তৈরি করে দিতে পারত।কিন্তু বিষয়টা এমন দাড়িয়েছে যে সাধারণ মানুষগুলো বাচুক বা মরুক তাদের কোনোকিছু যায় আসেনা, তাদের পকেট ভারি করাই আসল বিষয়।

কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ৩ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ নূরজামান জানান, রাস্তায় অসংখ্য গর্ত বেশ কয়েকটি প্রাথমিক,উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা স্কুল ছাএ ছাএী এই রাস্তা দিয়ে স্কুলে যেতে হয় এই রাস্তা উপরই নির্ভর করে লাখ বাসিন্দার জীবন আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ৭নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ মাসুক মিয়া জানান,সামান্য বৃষ্টিতেই পানি জমে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আবার রোদের সময় ধুলাবালুর কারণে চোখ-মুখ বন্ধ করে চলতে হয়। এসব রাস্তায় এখন জনগনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *