গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মঙ্গলবার বিকেলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন একজন।
নিহতদের হলেন—কুড়িগ্রামের রেনু বেগম, গাজীপুরের মো. হোসেন, জামালপুরের সাথী বেগম। বাকি দুজনের এক জনের নাম (সফিক) জানা গেলেও তাঁর বিস্তারিত পরিচয়সহ অপর নিহতের নাম জানা যায়নি।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের সংযোগস্থলে এনা পরিবহনের দ্রুতগামী একটি বাসের সঙ্গে সিএনজিরচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ভেতরে থাকা এক যুবক ঘটনাস্থলেই মারা যান। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে আরও চার জনের মৃত্যু হয়।
এন-কে
Leave a Reply