২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কেইপিজেড এর এইচকেডি ইনোভেশন কারখানার ইউনিট ১ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার ভোর ৬টার দিকে কারখানাটির আউটডোরে আগুন লাগার ঘটনাটি ঘটে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানাতে পারেনি। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply