কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা,লঞ্চ চলাচল বন্ধ

নৌযান শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কর্মবিরতি শুরু করেছে। শতভাগ খাদ্যভাতা ও সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে তাদের এই কর্মবিরত।

এর ফলে বুধবার সকাল থেকে ঢাকার সদরঘাট থেকে কোন যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি বলে সদরঘাটসূত্রে খবর পাওয়া গেছে।

গত ২০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর আওতায় সব শ্রেণির জাহাজ, ট্রলার ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানায় তারা।

মানববন্ধন থেকে শ্রমিকরা নৌ শ্রমিকদের খোরাকি ভাতা চালু, জ্বালানি তেল সরবরাহের পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত বাতিল, ডিজি শিপিংয়ের হয়রানি বন্ধ, সুনামগঞ্জের ছাতকের ভুয়া ইজারা বাতিল এবং নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *