সৈয়দপুর বাইপাস সড়ক থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

Juboker-La

নীলফামারীর সৈয়দপুর শহরের সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের ধলাগাছ মোড়স্থ বাইপাস থেকে এক অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গুরুত্বর আহতাবস্থায় যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষ।

এলাকাবাসীরা জানায়, ঘটনার রাতে এশার নামাজের আজানের পর ওই পথে আসা কয়েকজন মুসল্লি দেখতে পান মহাসড়কের উপর যুবকটির ক্ষত বিক্ষত দেহ পড়ে আছে।

তারা কাছে গিয়ে টের পান যে যুবকটি এখনও বেঁচে আছেন। এমতাবস্থায় তারা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করেছে। বর্তমানে সেখানেই তার মৃতদেহ রয়েছে। তবে এখনও পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে যুবকটি সড়ক দূর্ঘটনার শিকার।

উল্লেখ্য, এক সপ্তাহের ব্যবধানে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়ক থেকে দুই জনের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর বুধবার রাত সোয়া ৮টার দিকে বাইপাস মহাসড়কের বসুনিয়াপাড়া মোড়ের নিকট থেকে মুমুর্ষ অবস্থায় জয়দেব রায় (৩০) নামে এক যুবককে উদ্ধার করে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পর মারা যায় ওই যুবক। নিহত জয়দেব রায় নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরজি চড়াইখোলা গ্রামের জগদীশ রায়ের পুত্র। সে উত্তরা ইপিজেডের কট বিডি লিমিটেড এর শ্রমিক।

আরো:: উখিয়ায় একই পরিবারের ৪ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *