ফটিকছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহা সচিব মহসিন কাজী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবীত শিক্ষিত তরুণরা একদিন সাংবাদিকতায় নেতৃত্ব দিবে। ইতিহাস ঐতিহ্যকে লালন করে সুফী সাধকের এ বাংলায় প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে সাংবাদিকতায়ও ব্যাপক পরিবর্তন এসেছে। এই ধারাবাহিকতায় শিক্ষিত তরুণ সমাজই রক্ষা করতে পারবে।
‘ফটিকছড়ি সাংবাদিক সমাজ’র উদ্দ্যোগে শনিবার বিকাল ৪টায় ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
ফেড়ারেল সাংবাদিক ইউনিয়নের নেতা মহসিন কাজী আরো বলেন, হাজারো ঐতিহ্যে ভরা সবুজ শ্যামল এই ফটিকছড়িতে সন্ত্রাস এক সময় কলঙ্খিত করেছে। সেই কঠিন সময়ে ফটিকছড়ি থেকে সাংবাদিকতা অনেক কঠিন ছিল। আজ তথ্য প্রযুক্তির কল্যাণে সাংবাদিকতা অরেক সজহ হয়েছে। এখানে বিবেক ও দেশপ্রেমকে জাগ্রত করতে পারলে আলোকিত ফটিকছড়ির সুনাম ছড়াবে।
দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি সোলাইমান আকাশের সভাপতিত্বে ও দৈনিক নয়াবাংলার ফটিকছড়ি প্রতিনিধি এইচ.এম. সাইফুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার আবদুস সাত্তার, বিজয় টিভির প্রতিনিধি মোঃ সেলিম।
এতে উপস্তিত ছিলেন দৈনিক খবর পত্র ফটিকছড়ি প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি এম মামুন বশর ভূঁইয়া, দৈনিক যায়যায় কাল’র প্রতিনিধি মুহাম্মদ রায়হান উদ্দিন, ফটিকছড়ি ভিশনের এডমিন আব্দুল কাদের চৌধুরী, ওয়ান মোশনের এডমিন মোঃ আব্দুল আজিজ, মোঃ তারেকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply