সংগীত শিল্পী রবি চৌধুরীর চট্টগ্রামের বাসভবনে চুরির অভিযোগ

-চৌধুরী

বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরীর চট্টগ্রামের বাস ভবনে চুরির অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দিনে-দুপুরে চট্টগ্রাম নগরীর চাদগাঁও থানা সাবান ঘাটা এলাকায় রবি চৌধুরীর বিল্ডিংয়ের ৪র্থ তলার ভাড়াটিয়া স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন ফারুকের বাসায় এ চুরির ঘটনাটি ঘটে। এতে চোরের দল ৫ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগে জানা গেছে।

তথ্যটি নিশ্চিত করে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আবুল বাশার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, দুপুরে বাসার সদস্যদের অনুপস্থিতিতে ঘরের তালা ভেঙ্গে চোররের দল রবি চৌধুরীর ভবনের ভাড়াটিয়া স্কুল শিক্ষকের বাসায় চুরি করে মালামাল নিয়ে গেছে। পুলিশ এ ঘটনার অনুসন্ধান এবং চোর চক্রকে ধরতে অভিযান শুরু করেছে।

এ ঘটনার পর মামলা করতে ওই স্কুল শিক্ষক থানায় গেছেন বলে ওসি জানান।

আরো:: কিশোরগঞ্জের হামিদ পল্লীতে এবারের ইত্যাদি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *