চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৪টি দোকান।সোমবার (৯ মে) দিবাগত রাত ১২টার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের এক ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে ব্যবসায়ীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজমুল ইসলাম। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন বাজারের কোন একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।রাত ১২টার সময় আগুন লাগার খবর পেয়ে স্টেশনের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুন নিয়ন্ত্রণের আগে ২টি মুদি দোকান, ১টি কুলিং কর্নার ও ১টি কাঁচা বাজারের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে।তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা দাবি করছে চারটি দোকানের মালামাল পুড়ে অন্তত ৮০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।
Leave a Reply