সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের সোনাইছড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
মঙ্গলবার রাত তিনটার সময় উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের শিতলপুরস্থ কাসেম জুট মিলসের সামনে এ আগুন লাগার ঘটে। আগুনে একটি ফার্নিচার দোকানসহ ১০টি ব্যাচেলার ঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী আগুন নেভাতে এগিয়ে আসে। এরপর কুমিরা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এলাকাবাসী জানান, ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত নুর মদিনা ফার্নিচার দোকানের মালিক হাসানুজ্জামান খান বলেন, আমার দোকানে অনেক মানুষের অর্ডারী ফার্নিচার ছিল। মুল্যবান গাছ ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া দোকানের পেছনে ১০ টি ব্যাচেলার ঘর ছিল সেগুলোও সম্পন্ন পুড়ে যায়। যার ক্ষতির পরিমান ১৫ লক্ষ টাকার মতো।
এব্যাপারে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিটু দেওয়ান বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আগুনে একটি ফার্নিচার দোকানসহ কয়েকটি ছোট ঘর পুড়ে যায়।
Leave a Reply