খুলশীতে কালভার্ট নির্মাণ: যান চলাচলে সিএমপির নির্দেশনা

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডে ঝাউতলা ও রেলক্রসিং সংলগ্ন এলাকায় চসিকের কালভার্ট নির্মাণ প্রকল্পের কাজ আগামী ১৩ থেকে শুরু হতে যাচ্ছে। ফলে শুক্রবার (১৩ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জিইসি মোড় থেকে একেখান যান চলাচলের উপর বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সিএমপি থেকে।

আজ বৃহস্পতিবার (১২ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কালভার্ট নির্মাণ প্রকল্পের কাজ চলমান রাখার লক্ষ্যে জনস্বার্থে সকল প্রকার যানবাহন নিয়ন্ত্রণ বা চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, একেখান থেকে জিইসিমুখী সকল প্রকার যানবাহনসমূহ আকবরশাহ মোড়, পাঞ্জাবী লেইন, ওয়ারলেস মোড় (মুরগির ফার্ম) হয়ে আমবাগান, টাইগারপাস রোড ব্যবহার করবে। জিইসি থেকে একেখানমুখী ভারি যানবাহনসমূহ (বাস, ট্রাক, কাভার্ডভ্যান ইত্যাদি) টাইগারপাস, আমবাগন রোড ব্যবহার করে চলাচল করবে। জিইসি থেকে একেখানমুখী পথে কেবলমাত্র হালকাযান সমূহ জরুরি প্রয়োজনে একমুখী চলাচল করতে পারবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *