জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ও ২৯ মার্চ শনি ও রবিবার নিউইয়র্ক সিটিতে হোটেল লাগোর্ডিয়া ম্যারিয়টে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’ অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে সফল করতে আমেরিকার সকল অঙ্গরাজ্যের বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের সমন্বয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
২৫১ সদস্যের কমিটিতে ৩টি আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উজ্জীবিতদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির আহবায়ক হয়েছেন মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী এবং নিউজার্সি প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ড. নূরুন নবী।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীকে সদস্য সচিব এবং কমিউনিটি লিডার আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মিয়াকে প্রধান সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করা হয়েছে।
Leave a Reply