ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০ টি এজেন্ট ও ১ টি জি,এস,এ’কে সম্মাননা প্রদান করেছে।
গতকাল (২৬ নভেম্বর) দুবাইস্থ লে মেরিডিয়ান হোটেলে ‘ট্রাভেল পার্টনার এপ্রিসিয়েসন গালা ২০১৯’ জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিক্রয় অবদানের জন্য ১০ টি এজেন্টকে সম্মননা দেওয়া হয়। পাশাপাশি ৪৫ বছর সহযোগী হিসেবে কাজ করায় ডানাটাকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।
তাদের হাতে সম্মননা তুলে দেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ।
এসময় উপস্থিত ছিলেন, বিমানের মার্কেটিং ও সেলস ডিরেক্টর মোহাম্মদ শওকত হোসাইন, দুবাই কনস্যুলেটর কনসাল জেনারেল মো: ইকবাল হোসেন খান, ডানাটার পরিসেবা প্রশাসক হেসা মুরাদ, বিমান বাংলাদেশের দুবাই ও উত্তর আমিরাতের আঞ্চলিক ব্যবস্থাপক দিলীপ কুমার চৌধুরী।
সম্মাননা অনুষ্ঠানে বিমানের কর্তৃপক্ষ বলেন, বিমান বাংলাদেশ সব সময় সঠিক ও উন্নত সেবা দিতে প্রস্তুত। বিশেষ করে প্রবাসীদের সেবায় সবসময়ই নিয়োজিত।
আরো জানান, বিমান বাংলাদেশের দুবাই ভিত্তিক সেলস টার্গেটের চেয়ে ৪ শতাংশ বেশি হওয়ায় আগামী বছর থেকে আমিরাতের এজন্সিগুলোকে আকর্ষণীয় প্রনোদনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন এয়ারলাইন্সের ও ট্রাভেল এজেন্সির প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
Leave a Reply