আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় চুলার আগুনে পুড়ে গেছে ৫টি বসতঘর, হোটেল ও দোকান। ক্ষতিগ্রস্থ হয়েছে একটি মাদ্রাসা। বৃহস্পতিবার ভোররাত সোয়া ৩টার সময় উপজেলার বৈরাগ ইউনিয়নের শাহাদাত নগর এলাকার চার রাস্তার মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন তথ্যটি নিশ্চিত করে জানান, চুলা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে গেছে মুদির দোকান, পাঁচটি বসতঘর ও হোটেল। এছাড়াও আগুনে মাজ্জাতুল তাক্বাওয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা। এ ঘটনায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে বলে জানান জসীম উদ্দিন।
Leave a Reply