লোহাগাড়ায় বসতঘর-কবরস্থানের জায়গা দখল চেষ্টার অভিযোগ ভূক্তভোগী নারীর

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় বসতঘর ও পারিবারিক কবরস্থানের জায়গা জোরপূর্বক দখল প্রচেষ্টার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এক পরিবারের কর্ত্রী বৃদ্ধা নূরজাহান বেগম। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ তুলেন।

লোহাগাড়া উপজেলার আধুনগর সীমানার জনপদ আমতলী গ্রামে পরিবারের পক্ষে নিজ বসতঘরেই এ সংবাদ সংম্মেলনের আয়োজন করেন বৃদ্ধা নূর জাহান বেগম। সংবাদ সম্মলনে অভিযোগ আনা হয়েছে মাহমুদুল হক বাবুল, সাহাব উদ্দীন, মো. সাঈদ ও মো. গিয়াস উদ্দীনের বিরুদ্ধে।

লিখিত বক্তব্যে বলা হয়, অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। তারা দীর্ঘদিন হতে ভুক্তভোগী নূরজাহান বেগম পরিবারের বসতঘর ও পারিবারিক কবরস্থানের জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে প্রতিকার পেতে বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে সাতকানিয়া চৌকির লোহাগাড়া সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে গত ২০২০ সনে। উক্ত জায়গার ব্যাপারে স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদালত কৃর্তক আদেশ দেয়া হয়েছে। কিন্তু, অভিযুক্তরা সে আদেশ অমান্য করে বসতঘর ও কবরস্থানের জায়গা দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

ফলে, ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রাণের ভয়ে ঘরে তালা দিয়ে অন্যত্রে ভাড়া বাসায় দিনযাপন করছেন। অভিযুক্তরা সেই ঘরের গেটে তালায় শীসা ঢুকিয়ে দেয় গত ১৬ মে সকালে। এ ব্যাপারে গত ১৭ মে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী (নং-৬৮৪) দায়ের করা হয়েছে। সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে ও সংবাদ সম্মেলনের সংবাদ পেয়ে অবশেষে পুলিশ কর্তৃক ঘরের গেটের সেই তালা খুলে দেয়া হয়েছে বলে জানান পরিবারের কর্ত্রী।

সংবাদ সম্মলনে ভুক্তভোগী পরিবারের বসতঘর ও পারিবারিক কবরস্থানের জায়গা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বৃদ্ধা নূরজাহান বেগম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী নুরজাহানের পুত্রবধূসহ পরিবারের অন্য সদস্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *