পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার অন্তর্গত শিক্ষা, সামাজিক উন্নয়নমূলক ও অরাজনৈতিক সংগঠন হৃদয়ে দিয়াকুল সংগঠনকে সম্মানা দেয়া হয়েছে।
২৭ নভেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেচ্ছাসেবী মানবতাবাদী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬৪ জেলার সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
হৃদয়ে দিয়াকুল এর সাধারণ সম্পাদক মো. সাইমুন ও সহ কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল নোমান অতিথিদের হাত থেকে সম্মান স্মারক গ্রহণ করেন।
উল্লেখ্য হৃদয়ে দিয়াকুল সংগঠন ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, শিক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষ চারা বিতরণ, ইফতার মাহফিল, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শীত বস্ত্র বিতরণ, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি, সেচ্ছায় মুমূর্ষু রোগীকে সেচ্ছায় রক্তদানসহ নানা সেবাধর্মী কাজে অংশগ্রহণ করে আসছে।
Leave a Reply