রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : ক্লিন রাউজান বাস্তবায়নে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর দিক নির্দেশনায় রাউজান পৌরসভায় অপচনশীন আবর্জনা সংগ্রহ কর্মসূচির ব্যাপক সফলতার পর উপজেলার ১৪টি ইউনিয়নে শুরু হয়েছে এই কর্মসূচি। ২১ মে শনিবার সকালে রাউজানের পাহাড়তলী ইউনিয়নে ৮ হাজার ও বাগোয়ান ইউনিয়নে ৪ হাজারসহ সর্বমোট ১২ হাজার বস্তা আবর্জনা সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবাইকে পরিবেশ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। রাউজান পৌরসভার পর উপজেলা পর্যায়ে যে অপচনশীল আবর্জনা সংগ্রহ কর্মসূচি আমরা শুরু করেছি একদিন এই কর্মসূচি সারা দেশে ছড়িয়ে পড়বে। সাংসদ আরো বলেন, রাউজান যেটা শুরু করে, অন্যরা তা অনুসরণ করে। আমরা সব কিছুতেই এগিয়ে যেতে চাই।
পৃথক দুটি অনুষ্ঠানে করেন ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন ও ভুপেষ বড়ুয়া সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দীন আরিফ, নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিটি ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংগ্রহকারীদের মধ্যে সেরা তিনজনকে পুরষ্কার প্রদান করা হয়।
রাউজানে ইউনিয়ন পর্যায়ে অপচনশীন আবর্জনা সংগ্রহ কর্মসূচিতে জনপ্রতিনিধি ছাড়াও স্থানীয় সংগঠন ও এলাকার সর্বস্থরের মানুষ উৎসাহ সহকারে অংশ নিচ্ছেন। পর্যায়ক্রমে ১৪ টি ইউনিয়নে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply