চকরিয়া প্রতিনিধিঃ চকরিয়া পহরচাঁদা টিউবওয়েল মিস্ত্রি এসোসিয়েশন এর ঈদ পুনর্মিলনী নজরুল পাইপ ইন্ডাস্ট্রিস লিমিটেড ও আরএফএলের সার্বিক সহযোগিতায় উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ও নজরুল পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার শহীদ মনিরের সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ সাদেক এর সভাপতিত্বে কুতুব বাজার ম্যারেজ গার্ডেন ক্লাবে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নজরুল পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক দু’বারের চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এইচ এম ওসমান সরওয়ার, আরএফএল টেকনো গ্রুপের জোনাল ম্যানেজার আরিফ সিকদার ও স্টার্ন্ডার গ্রুপের জোনাল ম্যানেজার জিয়াউর রহমান। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সহ-সভাপতি ইমাম হোসেন, সাহাব উদ্দিন ও নাজিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের পহরচাঁদা এলাকার সার্বিক উন্নয়নে টিউবওয়েল ব্যবসায়ী ভাইদের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে সবসময় তাঁদের সাথে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।”
উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত টিউবওয়েল ব্যবসায়ীদেরকে সম্মাননা স্মারক ও মৃতদের মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়।
Leave a Reply