২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শান্ত (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার সময় খুলশীর সেগুনবাগান এলাকার নিজ বাসার পাশের একটি নারিকেল গাছে উঠলে পাশে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সে মারা যায়।
নিহত শান্ত (২২) ওই এলাকার মো. রশিদ বাড়ির ভাড়াটিয়া মো. মালেকের ছেলে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জে বলে জানা গেছে।
সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, বাসার পাশের নারিকেল গাছে উঠে নারিকেল পারার সময় গাছের সাথে লাগানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শান্ত। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার কওে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শান্ত’র লাম হাসপাতাল মর্গে রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply