বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে উদ্ধারকারী ক্রেন সেতুতে লাইনচ্যুত ওয়াগন ট্রেনের গার্ড ব্রেকটি সরিয়ে নিলে যানচলাচল শুরু হয়।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে নগরগামী ওয়াগন ট্রেনের গার্ড ব্রেক সেতুতে লাইনচ্যুত হয়। এতে সেতুতে যানচলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে শতশত যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।
এসময় অনেকে সেতু দিয়ে পায়ে হেঁটে ও নৌকা যোগে কর্ণফুলী নদী পাড়াপাড় হন।
রেলওয়ের এক কর্মচারী জানান, নগরমুখী ওয়াগণ ট্রেনের গার্ড ব্রেকটি লাইনচ্যুত হয়ে সেতুতে আটকা পড়েছিলো। নগরীর পাহাড়তলী থেকে আসা উদ্ধারকারী ক্রেন লাইনচ্যুত গার্ড ব্রেকটি সরিয়ে নিলে যানচলাচল শুরু হয়।
Leave a Reply