মালয়েশিয়ার ক্লাং পাছার বেসার মেরু এলাকায় চালিয়ে বাংলাদেশিসহ অবৈধভাবে থাকা ৫১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অভিযানের সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব (কেডিএন) দাতুক সেরি ওয়ান আহমেদ দাহলান বিন হাজি আব্দুল আজিজ ও অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি বিন দাউদ উপস্থিত ছিলেন।
অভিযানে ৭০৪ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৬৩৭ জন ইউএন কার্ডধারী। বাকি ৫১ জন অভিবাসীর কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।
আটক ৫১ জনের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক রয়েছেন। তবে আটকদের মধ্যে কোন দেশের কতজন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া ইউএন কার্ডধারী ৬৩৭ জনকে আটক করা হবে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
২৪ ঘন্টা/রাজীব
Leave a Reply