আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্স যেন ময়লা আবর্জনার স্তূপ

আনোয়ারা প্রতিনিধিঃ  চট্টগ্রামে আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারের ট্রাফিক পুলিশ বক্সের চারপাশে ভয়ানক নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে ময়লা আবর্জনার স্তূপ।

শনিবার (২৮ মে) সরেজমিনে পরিদর্শন করা দেখা যায়, চাতরী চৌমুহনী বাজার সিইউএফএল সড়কের নোংরা পানি, ময়লা আবর্জনার নদর্মা পরিনত এবং ট্রাফিক পুলিশ বক্সের চারপাশে ময়লা আবর্জনার পাহাড় অস্বাস্থ্যকর পরিবেশে সৃষ্টি হয়েছে।

পথচারী আরফাত জানান, চাতরী চৌমুহনী হচ্ছে আনোয়ারা উপজেলা মূল প্রাণকেন্দ্র। এমন একটা জায়গা বৃষ্টি হলে হাঁটা চলার করতে নানার সমস্যা সৃষ্টি হচ্ছে নোংরা পানি এবং ময়লা আবর্জনার দুর্গন্ধের কারণে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। ট্রাফিক পুলিশ বক্সের সামনে পিছনে ময়লা আবর্জনার পাহাড়ের পরিনত হয়েছে।

সিএনজি (অটোরিকশা) চালক মোঃ আলম জানান,আমার বাড়ি বাঁশখালী উপজেলা, আমি নিয়মিত এখানে সাধারণ যাত্রী নিয়ে যায়।সামান্য বৃষ্টি হলে চাতরী চৌমুহনী বাজারের নোংরা পানি ময়লা আবর্জনার দুর্গন্ধের কারণে গাড়ি চালাতে নানা মুখি সমস্যা সৃষ্টি হচ্ছে।

এই ব্যাপারে আনোয়ারা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মোঃ হাফিজুর রহমান বলেন, ময়লা আবর্জনার জন্য সমস্যা আমাদের তো বেশি হচ্ছে এই মাসে সড়কের কাজের জন্য ভেঙ্গে দেওয়া কথা আছে। ট্রাফিক বক্সটা অন্য জায়গা বসানো হবে। যখন ভেঙ্গে দিবে, তখন ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য ওদেরকে বেশি চাপ দেওয়া যাবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *