চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন দিদার মার্কেটের সামনে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ২২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল রবিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার সময় ইয়াবা বিকিকিনির গোপন খবরে অভিযান চালিয়ে পুলিশ ইয়াবাসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, আব্দুল হালিম (৩৪) ও আরফাতুল ইসলাম (২৮)। আটকের তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন।
তিনি বলেন, দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
২৪ ঘন্টা/রাজীব
Leave a Reply