২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি ও পেশাদার ছিনতাইকারী মো. নাসির (৩০) কে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।
শুক্রবার ভোররাতে গোপন সূত্রের খবরে কলেজিয়েট স্কুল ছাত্রাবাসের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার মো. নাসির চাঁদপুর জেলার কচুয়া এলাকার আবদুল মালেকের ছেলে।
এসময় তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করার তথ্য নিশ্চিত করে সদরঘাট থানার ওসি এস এম ফজলুর রহমান ফারুকী বলেন, গ্রেফতার নাসিরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সে পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে সদরঘাট থানায় অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হবে বললেন ওসি।
Leave a Reply