২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : কক্সবাজার সদরের লেংগুট বাহার বাঁশজোগা মাস্টার বাড়ি থেকে অপহৃত হওয়া শিশু সংগ্রাম মজুমদারকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র্যাব।
বুধবার শিশুর পিতার অভিযোগের ভিত্তিতে একই দিন রাত ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন ইসমাইলের কলোনী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের এক নারী সদস্যসহ ২ জনকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেফতার অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বোয়ালমারি গ্রামের মৃত সৈয়দ আহম্মেদের ছেলে মো. সালেহ আহম্মদ (২৯) ও কক্সবাজার জেলা সদরের খুরুস্কুল ডেইলপাড়ার মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী মায়েশা বেগম (৩৫)।
অপহৃত শিশুর পিতা সনেক মজুমদার র্যাবের কাছে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, গত ২০ নভেম্বর তার কক্সবাজারের ভাড়া বাসা থেকে তার শিশুপুত্র সংগ্রামকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তার পুত্র চট্টগ্রামে আছে জানিয়ে ফোনে মুক্তিপণ বাবদ ৫ লক্ষ টাকা দাবী করে আসছে অপহরণকারীরা।
র্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির সাহায্যে অপহরণকারীর অবস্থান চিহ্নিত হয়ে চান্দগাঁও থানা এলাকার ইসমাইলের কলোনীতে অভিযান পরিচালনা করে র্যাবের টিম। অভিযানে অপহরণকারী সে কাজের বুয়াসহ দুজনকে গ্রেফতার করা হয় এবং অপহৃত শিশু সংগ্রামকে উদ্ধার করা হয়।
গ্রেফতার অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দুজনকে কক্সবাজার জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন উদ্ধারকৃত শিশুটিকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
Leave a Reply