সীতাকুণ্ডে দুই ভাইকে পিটিয়ে হত্যার ১৪ বছর পর মামলার রায়, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে দুই ভাইকে পিটিয়ে হত্যার মামলায় আবুল কালাম আজাদ, বাদশা আলম, ফারুক মিয়া ও মো. সেকান্দর নামে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৪ মাস করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের সালের ২০ এপ্রিল মধ্যরাতে পূর্বশত্রুতা এবং আধিপত্য বিস্তারের জেরে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় ইক্যুইটি রেডিমিক্স কারখানার ভেতরে নিয়ে হারুন ও তার ফুপাতো ভাই জাহিদুলকে পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় হারুনের বাবা মোহাম্মদ আলী বাদি হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। পরে ওই বছরের ১৮ সেপ্টেম্বর পুলিশ তদন্ত শেষে চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় মামলাটি পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফেরত আসে। মোট ১৭ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত মহানগর পিপি লোকমান হোসেন চৌধুরী বলেন, আদালতে রায় ঘোষণার সময় চার আসামি উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে৷ এই মামলায় মোট ২২ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *