সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট ও কমেন্টসের মাধ্যমে মানহানি করায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনিসহ ১৬ জন ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে মামলা দায়ের করেছেন বিএনপি নেতা নাজিম উদ্দিন উদ্দিন প্রকাশ ভিপি নাজিম। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।
আজ বুধবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যাুনালের বিচারক হুমায়ন কবিরের আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবি অ্যাডভোকেট আবু হেনা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদের ভিপি মো. নাজিম উদ্দীনের নাম কটুক্তির ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ জনসহ মোট ১৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় প্রধান আসামী করা হয়েছে হাটহাজারী ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকিকে। এছাড়া মামলায় ছাত্রদল নেতা মনিরুল আলম জনি, নুরুল কবির চৌধুরী, মির্জা এমদাদ, ফখরুল হাসান,, যুবদল নেতা জিএম সাইফুল নাম উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে মামলার বাদী ভিপি নাজিম বলেন, আসামীরা গত ২৪ ও ২৫ মে ফেসবুকে আমার বিরুদ্ধে আপক্তিকর পোস্ট দিয়ে সন্মানহানী করেছে। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জনরোষ থেকে তাদের বাঁচাতেই আমি মামলা করেছি।
তিনি বলেন, মামলায় যাদের আসামী করা হয়েছে তারা নামধারী ছাত্রদল। তারা আন্দোলন কর্মসূচিতে নাই, রাতভর নেশা করে চুরি ডাকাতি করে। দিনে ঘুমায়। তারা দলের কলঙ্ক।
জানতে চাইলে মামলার আসামী উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বলেন, আমি কারো বিরুদ্ধে ফেসবুকে কোন স্ট্যাটাস কমেন্ট করিনি। কেন আমাকে আসামী করা হয়েছে জানি না। তবে বুঝতে পারছি সম্প্রতি সরকার বিরোধী আন্দোলন শুরু হলে তা থেকে বিরত রাখতে আন্দোলন দমাতে আওয়ামী এজেন্ট হয়ে তিনি এ মামলা করেছেন দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে। তিনি বিএনপি করলেও মূলত সরকারী এজেন্ট। একসময় তিনি আওয়ামী লীগ করতেন। পরে বিএনপিতে যোগ দেন।
Leave a Reply