ওসমানীতে বিশেষ কায়দায় আবুধাবি থেকে আনা ১১৬০ গ্রাম সোনা জব্দ

বিশেষ কায়দায় আনা একটি স্বর্ণের চালান জব্দ করেছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। আটক করা হয়েছে স্বর্ণের চালান নিয়ে আসা যাত্রীকেও।

বাইরে অ্যালুমিনিয়ামের রঙ লাগিয়ে আনা স্বর্ণের পাতগুলোতে ১ কেজি ১৬০ গ্রাম পরিমাণ স্বর্ণ রয়েছে, যার বাজারমূল্য কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে আসা ময়নুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক ময়নুল ইসলাম সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট বাজার এলাকার ফয়জুর রহমানের ছেলে। তিনি আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার আল আমিন জানান, অ্যালুমিনিয়ামের রঙ করা পাতগুলো ঘষতেই ভেতরের স্বর্ণ বেরিয়ে আসে। এর পর মইনুলকে স্বর্ণসহ আটক করা হয়।

এর আগে গত ২৭ মে নেবুলাইজার মেশিনে লুকিয়ে আনা ১১ পিস স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। তিনিও ১ কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণ নিয়ে এসেছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *